Posts

গল্প

মিথ্যা আশা

July 9, 2025

Sheaf Islam

Original Author SHEFA

54
View

একটা মেয়ে আর একটা ছেলে তারা দুই জন দুই জনকে অনেক ভালো বাসও বিশ্বাস করও 

কথা তও আছে যে ভালো বাসা তত খন সুন্দর যত খন তারা চোখ সামনে থাকে 

চোখর আড়াল হলেই মানুষ মনের আড়াল হয়ে যায়

মেয়েটি অপেক্ষা করও ছেলে টি তাকে কল দিবে মেছেজ দিবে কিন্তু তার অপেক্ষা ছিলও ছেলেটার কাছে কেনও দাম ছিলও না কারন 

সে আসতে মেয়েটিকে ভুলে যেতে লাগলও 

আর মেয়েটি আশায় থাকতও একদিন মেয়েটা খবর পায় ছেলেটার বিয়ে করছে তা শুনে মেয়েটি ভ্যগো পরলও না কারন মেয়েটি আগে থেকেই যানতও ছেলেটি তার খালাতো বনোর সাথে কথা বাতা বলতও মেয়েটি জিজ্ঞেস করলে ছেলেটি বলতও আমার বোন হয় 

তখন আর কিছু বলতে পারতও না মেয়েটি 

ছেলেটিকে বলও শেষ বারের মত একটু কথা বললা কল দাও ছেলেটি রাজি হলও না 

অনেক কষ্ট করে রাজি করলও 

কল দিলও 

মেয়ে: কেমন আছও 

ছেলে: জি আলহামদুলিল্লাহ ভালো 

মেয়ে: ভালো তও থাকবেই নতুন বিয়ে করছেও 

ছেলে: আসলে আমি রাজি ছিলাম না আমাকে জোর করা হয়েছে তাই 

মেয়ে: ওও আছা 

ছেলে: হুম 

মেয়ে: কান্ন ভরা গলায় বললোও এই ছিলও আমার প্রতি তোমার ভালো বাসা 

ছেলে: আমি তোমার অনেক ভালো বাসি 

মেয়ে : তুমি এখন অন্য কারও সামি 

এই সব বলে আর আমাকে দুঃখ দিও না

ছেলে: আমাকে মাফ করে দাও 

মেয়ে: ভুলটা তোমার না আমার আসলে আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম 

ছেলে : অন্য কাওকে বিয়ে করে সুখি হও

মেয়ে: আছা!  তোমায় বউ কি জানবে যে তার আগে আমি তোমার বউ হওয়ার সপ্ন দেখছিলাম 

তোমার বাচ্চারা কি জানবে যে তাদের মায় ছাড়া ও তাদের বাপে কও পাগলের মত ভালো বাসও

ছেলে: আসলে!  আমাকে মাফ করে দাও 

মেয়ে টা কলটা কেটে দিলও অনেক কান্ন কাটি করও মেয়েটা মায় এসে বলও আমি তোকে বলছিলাম এই ছেলে বিদেশি গিয়ে অন্য কাওকে বিয়ে করবে দেখ তুই মিলাইয়া নে এই বলে মেয়ের মায় চলে গেলও 

মেয়ে টি ছেলেটির জন্য ৪ বছর অপেক্ষা করও কিন্তু সে তও মা বাপের কথা তার খালাতো বোন কে বিয়া করে নিছে 

মেয়ের মায় মেয়ে কে খাইতে বসতে সব সব বলও দেখ কার জন্য কি করলি তুই মেয়ে টি কষ্ট লজ্জা আত্মাহত্য করলও 

 মেয়েটিক চিঠি তে লেখে গেছিলও  

মা বাবা আমাকে মাফ করে দাও 

পিয়া ভালো বাসার মানুষ তুমি সুখী হও তাকে নিয়ে যাকে তুমি ভালো বাসও এই ভাবে শেষ হলেও তার ভালো বাসা মিথ্যা আশায় পরিনতি নিলও

Comments

    Please login to post comment. Login