এত যে পাথর ভাঙা- হাজারও চেষ্টা,
অবিরাম প্রাণ ক্ষয়, ঊর্ধ্বশ্বাস, উৎসর্গ নয়-
সফল না ব্যর্থ? শেষমেশ ফলাফলই আসল।
তবু আমি আক্ষেপের নয়, অপেক্ষার পক্ষে।
একটা উজ্জ্বল ধুমকেতুর জন্য অপেক্ষা করি
একটা মানুষ-জন্মের রহস্য নিয়ে।
হয়তো ততদিনে বেজে উঠবে ঘন্টাধ্বনি
সমাপ্তির সংকেত।
তবু আক্ষেপের নয়, আমি অপেক্ষার পক্ষে।
পালিয়ে আসার পথকে পরিণত করেছি
এগিয়ে যাওয়ার শপথে।
অপেক্ষায় রয়েছি কোথাও পৌঁছাবার
একটা শামুক-জন্মের দূরত্ব নিয়ে।
০৪.১২.২৩