আদ্রা অনন্তপুর বিনাউটি ইউনিয়নের একটি গ্রাম।
ড. এস এম শাহনূর প্রণীত "কসবা উপজেলার ইতিবৃত্ত" থেকে জানা যায়,
শুরুতে আদ্রা গ্রামটি ছিলো তিন কোণা বিশিষ্ট ত্রিভুজ আকৃতির একটি গ্রাম। যা দেখতে নক্ষত্রমণ্ডলের কালপুরুষ মত মনে হত। আদ্রা আকাশের অষ্টম এবং কালপুরুষ নক্ষত্রমণ্ডলের দ্বিতীয় উজ্জ্বল তারা। তারাদের মধ্যে আদ্রা অন্যতম বৃহৎ ও উজ্জ্বল তারা।
আদ্রা একটি স্থায়ী অনন্ত তারা যা কখনো ডুবেনা।
আদ্রা অনন্ত এর সাথে পুর প্রত্যয় যুক্ত হয়ে গ্রামের নামকরণ হয় আদ্রা অনন্তপুর।