Posts

নন ফিকশন

মুরাদনগর উপজেলার কালীগঞ্জ (বাজার) নামকরণ।

July 9, 2025

POSITIVE BANGLADESH

82
View

তথ্যঋণ: এস এম শাহনূর (কবি ও গবেষক) 
♦️কালীগঞ্জ নামকরণ। 
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকার মুরাদনগর, কসবা ও নবীনগর এই তিন উপজেলার নৈসর্গিক শোভামন্ডিত প্রকৃতির লীলাভূমি কালীগঞ্জ বাজার। নব্বইয়ের দশকেও এ বাজারের ছিলো চরম খ্যাতি। বুড়িনদী বা বুড়ি গাঙের তীরবর্তী গাঙ্গেরকুট গ্রামের ঐতিহাসিক নিদর্শন কালীগঞ্জ বাজার। 
এক সময় এখানে সনাতন ধর্মের লোকেরা পাপ থেকে মুক্তির জন্য পুণ্য স্নান করত। মা কালীর আর্শীবাদ নিয়ে ঘরে  ফিরে যেত। পুণ্য স্নানকে কেন্দ্র করে
ধীরে ধীরে গড়ে উঠে দোকানপাট। শুরু হয় হরেক রকম ব্যবসা। বসে সাপ্তাহিক হাট। এভাবেই মা কালীর আর্শীবাদ পুষ্ট হাটের নাম হয় কালীগঞ্জ।

Comments

    Please login to post comment. Login