সামবাড়ি নামকরণ :
কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত কসবা উপজেলার ইতিবৃত্ত থেকে জানা যায়, সামবাড়ি গ্রাম বলে যখন কিছুই ছিলোনা তখন এখানে ছিলো দিগন্তজোড়া ফসলের মাঠ। প্রতিবছর এ মাঠে শ্যামক ধানের বাম্পার ফলন হতো। সেই শ্যামক ধান থেকে গ্রামের নাম হয় শ্যামবাড়ি/সামবাড়ি।
কারো কারে মতে শ্যামল পরিবেশ থেকেও শ্যামবাড়ি/ সামবাড়ি হতে পারে বলে জানা যায়।