Posts

নন ফিকশন

শতবর্ষী শিমরাইল উচ্চ বিদ্যালয়ের ইতিহাস ও সৌন্দর্য

July 9, 2025

POSITIVE BANGLADESH

73
View

শতবর্ষী শিমরাইল উচ্চ বিদ্যালয়ের ইতিহাস ও সৌন্দর্য।
তথ্যঋণ: এস এম শাহনূর (কবি ও গবেষক)

ব্রাহ্মণবাড়িয়া থেকে সড়ক পথে ৪০ কিলোমিটার দূরবর্তী একটি জনবহুল গ্রাম শিমরাইল। কসবা উপজেলার ২নং মেহারী ইউনিয়নের অন্তর্গত উত্তর দক্ষিণে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এ গ্রামটি কসবা উপজেলা থেকে ১৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ধারণা করা হয় ৪৫০ বৎসর পূর্বে কৃষিজীবী ও মৎসজীবী জনগোষ্ঠী এই গ্রামের গোড়াপত্তন করেন।
যুগের সাথে মানুষের চিন্তা চেতনা বদলেছে। মানুষ সামাজিক ও সভ্য  হতে চেয়েছে। শিক্ষার প্রয়োজনে গড়ে তোলেছে বহুবিধ শিক্ষা প্রতিষ্ঠান। একসময় এ অজপাড়া গাঁয়ের কিছু সংখ্যক মানুষের মাঝে কল্যাণ চিন্তা কাজ করে। 
কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত "মেহারী ইউনিয়নের ইতিবৃত্ত" থেকে জানা যায়, শিক্ষানুরাগী জনৈক মরহুম আব্দুল আজিজ এর নেতৃত্বে কিছুসংখ্যক নিঃস্বার্থ মানুষের চেষ্টায় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় শিমরাইল মাইনর স্কুল। প্রায় ৬০ শতক আয়তনের মাইনর স্কুলটি মরহুম আব্দুল জাব্বার সাহেবের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে সত্তরের দশকেই মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। মূলতঃ তিনিই শিমরাইল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। সত্তরের দশকে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন দায়িত্বরত প্রধান শিক্ষক জনাব আব্দুন নূর এর অবদানও অনস্বীকার্য। বুগীর গ্রামের ওই শিক্ষাবিদের ঐকান্তিক চেষ্টায় একই সাথে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক শাখার অনুমোদন সম্ভব হয়েছিল বলে জানা যায়।

♦️একনজরে শিমরাইল উচ্চ বিদ্যালয়:

★ স্কুলের ব্যান রেইজ আইডি: ০৬০৪০১৯৩০২
★ এমপিও ভূক্তির তারিখ:  ১ ডিসেম্বর ১৯৮৪ খ্রিঃ
★ ১ম  নিম্ন মাধ্যমিক স্বীকৃতির তারিখ: ২৬ জুন-১৯৬৯ খ্রিঃ
★ ১ম মাধ্যমিক স্বীকৃতির তারিখ: ৭ জানুয়ারি ১৯৭৫ খ্রিঃ

★ ভবন সংখ্যা- ৩
★ কক্ষ সংখ্যা - ১৬
★ কর্মরত শিক্ষক সংখ্যা- পুরুষ ১২, মহিলা- ৩,
★ কর্মরত কর্মচারী সংখ্যা পুরুষ ২, মহিলা- ২
★  স্কাউট দল বালক- ১৬, বালিকা- ১৬
★ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৬৫০ জন। 
★ বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রথম সভাপতির নাম: জনাব সৈয়দ এমদাদুল বারী

♦️সম্মানিত স্থায়ী দাতাগণের মধ্যে জমিদাতা হলেন 
★ জনাব সুবেদ আলী
★ জনাব মোঃ খোরশেদ আলম
★ জনাব মোঃ আবদুল ওয়াহাব
★ জনাব মোঃ আবদুর রহমান
★ জনাব গোলাপ চন্দ্র ভৌমিক
রেবুতি পাল নামে একজন হিন্দু গ্রাম্যডাক্তার ভারতে চলে গেলে পরিত্যক্ত সম্পত্তির কিছু অংশ দখলমুক্ত করে স্কুলের নামে আনা হয়।

♦️সম্মানিত স্থায়ী দাতাগণের মধ্যে অর্থদাতা হলেন 
* জনাব মো: ইকবাল হোসেন
* জনাব মো: জাহাঙ্গীর আলম

Comments

    Please login to post comment. Login