নেয়ামতপুর গ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য।
তথ্যঋণ: ড. এস এম শাহনূর (আন্তর্জাতিক কবি ও গবেষক)
বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি উপজেলার নাম নিয়ামতপুর । কিশোরগঞ্জ জেলায় নিয়ামতপুর নামে একটি ইউনিয়ন রয়েছে।
কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত "কসবা উপজেলা ইতিবৃত্ত" থেকে জানা যায়, 'নিয়ামত' থেকেই 'নেয়ামত' শব্দের উদ্ভব। নিয়ামত আলী নামক এক মাঝি প্রথমে এই গ্রামের পত্তন করেন। সেই থেকে গ্রামের নাম হয় নেয়ামতপুর।