মিরপুর গ্রামের নামকরণ:
কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত নামকরণের ইতিকথা থেকে জানা যায়,
এই গ্রামে ইসলাম প্রচারের উদ্দেশ্যে প্রথমে মীর বংশীয় কিছু লোক এসে বসতিস্থাপন করে। এদের কেউ কেউ কাইতলা চলে যায়, আবার কিছু লোক ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী চলে যায়। মীর বংশীয় লোকদের আদি বাসস্থান হিসেবে গ্রামের নাম হয় মিরপুর।