শিবপুর বাজারের ৩০০ বছরের ইতিহাস:
তথ্যঋণ: এস এম শাহনূর (কবি ও গবেষক)
নরসিংদী জেলায় শিবপুর নামে একটি উপজেলার নাম আমরা জানি। সমগ্র বাংলাদেশে শিবপুর নামে প্রায় ২৪টি গ্রামের সন্ধান পাওয়া গেছে। আড়িয়াল খাঁ নদের পাড়ে জংলী শিবপুর বাজার. হবিগঞ্জ জেলার লাখাই ইউনিয়নের শিবপুর বাজার। গাইবান্ধা জেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর হাট বাজার। নওগাঁ পৌরসভায় রয়েছে শিবপুর হাট বাজার। আজ আমি এসেছি নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের অন্তর্গত শিবপুর বাজারে। এটি বাজার হলেও সেই বহুকাল আগে থেকে শিবপুর গরুর হাটের সুনাম রয়েছে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে। শিবপুর গ্রামের ইতিহাস খুবই সমৃদ্ধ ও প্রাচীন। কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত "নামকরণের ইতিকথা" থেকে জানা যায়,
একটি প্রাচীন শিবমন্দির থেকেই গ্রামের নাম হয় শিবপুর। আরো জানা যায়, বিশ্ববরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁ ও ওস্তাদ আফতাব উদ্দিন খাঁর জন্মভিটা হওয়ার কারণে
শিবপুর গ্রাম ও গ্রামবাসীর গৌরবান্বিত হওয়ার ইতিহাস।