কবিতা
এসো বৃষ্টি আমার ঘরে
অমল সরকার
বৃষ্টি তুুমি এসো ঝমঝমিয়ে এই গৃহ কোনে
ধন্য হবো বৃষ্টি তোমার আমাদের আসাতে
আকাশের ওই জলধারা টপটপ করে পড়ে
চোখের সলিলে দেশে খাল বিল নদীনালা।
বৃষ্টি তুমি কাঁদো কেন? কি দুঃখ তোব মনে
কান্না ছাড়া পারোনা কি কিছু করতে তুমি
ভিজিয়ে দাও শীতল করে দাও এই ভূমি
তোমার আশীর্বাদে ফলে ফসল মাঠে মাঠে।
বিরোহী প্রেমিকার বিচ্ছেদের নয়ন বারিহয়ে
কেঁদে চলো হাজার বছর আষাঢ় শ্রাবনে
তোমার আঁখি জলের প্লাবনে বন্যা হয়ে যায়
সাগর কুল জল ছাপিয়ে দূর্যোগের অন্তরায়
তবু তুমি এসো বৃষ্টি আমি তোমায় ভালবাসি
মরেও যেন দেখতে পাই তোমার মুখে হাসি।
This is a premium post.