বাদৈর গ্রামের নামকরণ, ঐতিহ্য ও সৌন্দর্য।
তথ্যঋণ: এস এম শাহনূর ( কবি ও গবেষক)
নিজ গ্রাম বাদৈর নিয়ে লেখক ও গবেষক ----ড. সফিকুল ইসলাম লিখেছেন,
"ওই আমাদের বাড়ি
ওই যে বাদৈর বাজার।
ওই যে পাশের গ্রাম
ছতুরা শরীফ নাম।
যেন এক স্বর্গ, আমাদের বাদৈর
বাপ দাদার ভিটা,
চৌদ্দপুরুষের থাকা
শ্যামবাড়ি সরকারি প্রাঃ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ইতিহাস ও লোকজ সংস্কৃতির লেখক জহিরুল ইসলাম স্বপনের লোকজ ভাষায় লেখা কবিতায় বহুকাল আগেকার বাদৈর গ্রামের চৌহদ্দির এক চমৎকার বর্ণনা খোঁজে পাওয়া যায়,
"চদরিবারির দহিন দিয়া উদার সবুজ জমিন
পুবদহিনে সয়দাবাদে মানু আছে মমিন
পচিমদহিন শিহারপুরে শিকার হুজে রাজা
গাছেগাছে পাকপাহালি শিকার করলে সাজা
উত্তরে আতনির বিল শুকাই গেছে তার বুক
নওকা বাওয়া, মাছধরা,দাফাদাফির সুক
ডিঙ্গা- কুশা, পাতাম- সরাঙ্গা কত রকম নাও
বাতাতে নাচে মাইজ্যা,বউ নাইওর যা তার গাও
পচিমে আতরাবারি কামার- কুমার গেল কই!
হাতরা- বাডালির সৃষ্টির সুর হারিয়ে গেল সই
বাদুর গায়ের বনবাদারে ডাহে কতজাতের পাহি
সবুজ জমিন, কাজলা মাডি জরাই দইরা থাহি।"(বাদুর কথন,পুরান বচন!- ০১)
➤বাদৈর নামকরণ:
কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত কসবা উপজেলা ইতিবৃত্ত থেকে জানা যায়,
হাতুনির বিলের দক্ষিণ পাড়ে বাদৈর গ্রাম অবস্থিত। শত শত বছর আগে বন বাদাড়ে পরিপূর্ণ ছিল এ গ্রাম। অনেকে বলেছেন, তিনলাখপীর থেকে পশ্চিমে নবীনগরের শাহপুর পর্যন্ত অবস্থিত পুড়া রাজার জাঙ্গাল। এটিকে লোকেরা বাঁধ বলত। কারণ,বিলের দক্ষিণে অবস্থিত গ্রামগুলোর ফসল রক্ষা পেত বাঁধ থাকার কারণে। এ বাঁধ থেকে বাদৈর নামকরণ করা হয়েছে। এটি গ্রহণযোগ্য মত। আরেকটি মত হলো, বাদৈর গ্রামে একসময় বড় বড় বটবৃক্ষ ছিল। এ গাছগুলোতে প্রচুর বাদুর ঝুলে থাকতো। এ থেকেই এ গ্রামের নাম বাদৈর হয়েছে।
বাদৈর নামকরণ বিষয়ে ড. সফিকুল ইসলাম বলেন, "কথিত আছে বাহাদুর চঁন্দ্র নামক একজন প্রতাপশালী হিন্দু জমিদার এ গ্রাম ও আশপাশের খাজনা আদায় ও বিচার সালিশের দায়িত্বে ছিলেন। তার নাম বাহাদুর থেকেই বাদৈর নামের উৎপত্তি। আরেকটি জনশ্রুতি আছে যে, এ গ্রামে অনেক শক্তিশালী লাঠিয়াল বাহিনী ছিল। এ গ্রামে অনেক বাহাদুরের জন্ম। সেই বাহাদুর থেকে লোকের মুখে মুখে বলতে বলতে পরিবর্তিত হয়ে বাদৈর নামের উদ্ভব হয়।"
➤একনজরে বাদৈর গ্রাম
স্থানাঙ্ক: ২৩°৪৭.৮′ উত্তর ৯১°৫.৯′ পূর্ব /
২৩.৭৯৬৭° উত্তর ৯১.০৯৮৩° পূর্ব
আয়তন ২. ৫ বর্গকিলোমিটার।
সাক্ষরতার হার ৪৯.৯%।
প্রাথমিক বিদ্যালয় ৩টি
কিন্ডারগার্টেন ৪টি
মাদ্রাসা ৩টি
মাধ্যমিক বিদ্যালয় ১টি
মসজিদ ৪টি
ইয়াতিমখানা ২টি
ঈদগাহ ১টি
কবরস্থান ৩টি
ক্রীড়া সংগঠন ৩টি
পেশাজীবি সংগঠন ৬টি
সাংস্কৃতিক সংগঠন ৮টি
➤ঐতিহাসিক/পর্যটন স্থান:
হাতুনির বিল, বাদৈর পূর্ব পাড়া জামে মসজিদ।
➤বিশেষ বরেণ্য ব্যক্তি ও গুণিজন:
✪ সাদত আলি মাস্টার
- লাইফ ইন ইস্ট পাকিস্তান গ্রন্থে উল্লেখ বিখ্যাত শিক্ষক,বাদৈর।
✪ আশরাফ উদ্দিন মাস্টার - গায়ক,বাদৈর।
✪ জুলফিকার আলি হিরণ
-শিক্ষা অফিসার,প্রতিষ্ঠাতা-বাদৈর সাবের সাদত উচ্চ বিদ্যালয়।বাদৈর।
✪সাবেক চেয়ারম্যান জনাব ডা. আবু তালেব, ,
✪ সাবেক চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম, ,
✪ চন্দ্রকান্ত দেবনাথ, ১৮৯০ সালে জমিদার,বাদৈর।
✪ ভুবন ভৌমিক,
১৯৫২ সালে বাদৈর-মূলগ্রাম ইউনিয়নে নেতৃত্ব দেন,বাদৈর।
✪ জনাব ড. সফিকুল ইসলাম,
উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়।বাদৈর।