কসবা উপজেলার মূলগ্রামের নামকরণ, ইতিহাস ও ঐতিহ্য দেখুন :
তথ্যঋণ: এস এম শাহনূর
মূলগ্রাম নামে বাংলাদেশে মোট ২টি ইউনিয়ন রয়েছে। যথা:মূলগ্রাম ইউনিয়ন, কসবা ; (ব্রাহ্মণবাড়িয়া জেলা )মূলগ্রাম ইউনিয়ন, চাটমোহর; ( পাবনা জেলা )।
কসবা উপজেলার সর্ব-উত্তরে মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রামের অবস্থান।
#মূলগ্রাম ইউনিয়নের নামকরণ:
ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র মুখে বলা কথামালা থেকে অনুলেখক -শুভময় ঘোষ এর লেখা "আমার কথা" বইয়ের ৮ম পৃষ্ঠায় ভুমিকায় পন্ডিত রবিশংকর লিখেছেন,
"এই বইয়ের একটি বিশেষ শক্তি হল বাবার খোলাখুলি, অকপট সত্য বলার ক্ষমতা। একেবারে গোড়ার দিকে বাবা স্বীকার করেছেন তিনি দস্যু ভবানী পাঠকের বংশধর।" ওস্তাদ আলাউদ্দিন খাঁর নিজ মুখে বলা কথা 'আমার পূর্বপুরুষেও এক ভবানি পাঠক ছিলেন দীননাথ দেবশর্মা-মুলুকগ্রামে তার বাড়ি।’ (‘আমার কথা’ আলাউদ্দিন খাঁ-আনন্দ পাবলিশার্স-১৩৮৭ বাং, পৃ. ২৫)।ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র বংশধরদের আদিনিবাস মুলুক গ্রামে।
কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত কসবা উপজেলার ইতিবৃত্ত থেকে জানা যায়,
মূলগ্রাম বা মূলগাঁও: ‘মূল’ শব্দের অর্থ প্রধান। মুলুক বা মুল্লুক কথাটি আরবি শব্দ থেকে উদ্ভূত যার অর্থ বৃহত্তর কোন এলাকা/অঞ্চল বা দেশ।এটি এতদ অঞ্চল বা মূলগ্রাম ইউনিয়নের প্রধান গ্রাম বলেই মূলগ্রাম বা মূলগাঁও। মুলুক’ শব্দটি বিবর্তিত হয়ে মুলুক>মূল হয়েছে।
বিশেষ ব্যক্তি:
জনাব, রুহুল আমীন ভূঁইয়া(বকুল)
(সাবেক উপজেলা চেয়ারম্যান)
এডভোকেট এমদাদুল হক