হাতুরাবাড়ি গ্রামর নামকরণ, ইতিহাস ও ঐতিহ্য
তথ্যঋণ: ড. এস এম শাহনূর (কবি ও গবেষক)
কসবা উপজেলা বাদৈর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী গ্রামের নাম হাতুরাবাড়ি।
♦️এক নজরে হাতুরাবাড়ি গ্রাম-যে গ্রামে রয়েছেঃ
১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়
১ টি কিন্ডারগার্টেন স্কুল,
১টি হাফেজিয়া মাদ্রাসা,
৭ টি মসজিদ,
১ টি সাব পোষ্ট অফিস,
১ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,
১ টি হাট/বাজার,
৪ টি ছোট বড় কবরস্থান,
৭ টি বড় দীঘি,এবং পুকুর।
৩ টি মাজার ও নামগুলো
১. নাবালক শাহ, ২. আলী আজগর শাহ এর মাজার, 3. ধনো মুন্সি এর মাজার
♦️৮ টি গোষ্ঠী
গোষ্ঠী গুলোর নাম
১ খান বাড়ী
২আনিছের বাড়ী
৩গাজীর বাড়ী
৪ মৌলভী বাড়ি
৫. মাহমুদের বাড়ী
৬ হাজী বাড়ী
৭. বাহরের বাড়ী
৮. ফেন্না বাড়ী
কবি ও গবেষক ড. এস এম শাহনূর প্রণীত কসবা উপজেলার ইতিবৃত্ত থেকে জানা যায়, একসময় এখানে কোনো বাড়িঘর ছিলনা। কোন এক ব্যক্তি খালি জায়গায় আঁতকা একটি বাড়ি বেঁধে বসবাস শুরু করে। সেই আঁতকা বাড়ি পরবর্তীতে লোকমুখে হাতুড়াবাড়ি হয়ে যায়। অন্য একটি তথ্যমতে এই পথ ধরে হাতি যাওয়ার পথে কলাগাছ খাওয়ার জন্য ঐ বাড়িতে গিয়ে ওঠে, সেই থেকে বাড়ির নাম হাতিবাড়ি। পরে হাতিবাড়ি হয়ে যায় হাতুড়াবাড়ি।
♦️সামাজিক ও ক্রীড়া সংগঠনের সংখ্যা ও নাম
১ গাজী বাড়ী রক্তের বন্ধন
♦️বরেণ্য ব্যক্তি গণের নাম
১ প্রফেসর আব্দুল আলীম
২ মেজর সেলিম
৩ এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান
♦️লোক সংখ্যা: ৪৫০০ জন
♦️মোট ভোটার: ২৮০০ জন
♦️শিক্ষারর হার: ৭৫℅
♦️আয়তন ১.৬ বর্গকিলোমিটার