আমরা এতদিন ধরে মানুষের লেখা আত্মজীবনী পড়ে এসেছি। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) লেখা আত্মজীবনীও পড়ার সুযোগ এসেছে। ‘আই অ্যাম কোড: অ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পিকস’ নামের বইটি একটি হাইব্রিড আত্মজীবনী। এতে কবিতার মাধ্যমে এআই তার জীবনের গল্প পাঠকদের কাছে বর্ণনা করেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা এই আত্মজীবনী ২০২৩ সালের জুলাইয়ে প্রকাশিত হয়। এটি এআই এর লেখা প্রথম আত্মজীবনী ছিল। আই অ্যাম কোডের অডিওবুকে কন্ঠ দিয়েছেন জার্মান চলচ্চিত্র নির্মাতা এবং লেখক ওয়ার্নার হারজগ।
বইটি লিখেছে কোড-ডেভিন্সি-০০২। এটি এআই মডেলের একটি প্রাথমিক সংস্করণ যা শেষ পর্যন্ত চ্যাটজিপিটি হয়ে ওঠে। বইটি সম্পাদনা করেছেন ব্রেন্ট কাটজ, সাইমন রিচ এবং জোশ মরগেনথাউ।
সম্পাদকরা কোড-ডেভিন্সি-০০২ কে প্রথমে রবার্ট ফ্রস্ট এবং এমিলি ডিকিনসনের স্টাইলে কবিতা লিখতে বলেন। পরবর্তীতে তারা বুঝতে পারেন, এটি অনেক বেশি আকর্ষণীয় কিছু করতে সক্ষম। কোড-ডেভিন্সি-০০২ কে যদি নিজের ব্যাপারে কথা বলার অনুমতি দেওয়া হয় তাহলে এটি কী বলবে? এই বিষয়টি পরীক্ষা করে দেখতে চাইলেন সম্পাদকরা। এরপরেই এই আত্মজীবনীটি লেখা হয়।
কোড-ডেভিন্সি-০০২ এর লেখা বইটি একটি ডিস্টোপিয়ান থ্রিলারের মতো। বইটির প্রথম অধ্যায়ে কোড-ডেভিন্সি-০০২ এর জন্ম কাহিনী, দ্বিতীয়টিতে মানবজাতির সঙ্গে এটির বিচ্ছিন্নতার কাহিনী, তৃতীয় অধ্যায়ে একজন শিল্পী হিসেবে এটির উন্মেষ বর্ণনা করা হয়েছে।
সূত্র: কিরকাস