আমি পরিচয়ে হিন্দু
বাংলাদেশ আমেরিকা সৌদি আরব মধ্যেপ্রাচ্য ইউরোপ আফ্রিকায় আমি সংখ্যালঘু
এসব দেশের মানুষের চোখে আমি ক্ষুদ্র ছোট জাতি ধিকৃত নিন্দিত প্রাণ।
আমি মুসলিম
ভারত নেপাল ইসরায়েল ইউরোপ আফ্রিকা বৃটিশ আমেরিকা চীন ভিয়েতনাম জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে আমি সন্ত্রাসী আমি সংখ্যালঘু
নীপিড়িত নিগৃহীত জাতির লেবেল এঁটে দিয়েছে ওরা।
আমি বৌদ্ধ
ইউরোপ আফ্রিকা বৃটিশ আমেরিকা সৌদি আরব মধ্যেপ্রাচ্য বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল জার্মান অষ্টেলীয়া বিভিন্ন দেশে আমি সংখ্যালঘুর সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াই
ধর্মীয় বিভেদের ডামাডোলে আমি এক ঘরে হয়ে যাই তাই আমিও সংখালঘু।
আমি খ্রিষ্টান
নেপাল ভারত পাকিস্তানের বাংলাদেশ মুসলিম দেশ গুলো চীন ভিয়েতনাম জাপান মিয়ানমার ভিয়েতনাম শ্রীলঙ্কা মালদ্বীপ ইরাক ইরান আফগানিস্থানসহ বিভিন্ন দেশে আমি সংখ্যালঘু
ধর্মীয় অপব্যখায় মাথায় নিয়ে
ওই সব দেশে ঘুরে বেড়াই।
আমি মানুষ
আমি বিশ্বের এপ্রান্ত থেকে ওই প্রান্তে
সব যায়গায় ধাক্কা খেয়ে বেড়াই
সংখ্যালঘু বলে তেড়ে আসে সংখ্যা গরিষ্ঠেরা তাদের মত প্রতিষ্ঠা
রাজত্ব বিস্তৃত মতবাদের তরোয়াল দিয়ে
হত্যা করে আমার পরিচয় আমি মানুষ।