এখন বুঝি
অমল সরকার
কয়েক দিন হলো সোহেল আমাদের বাড়ি যায়না। কেন যায় না তা আসমার মা জানেনা। নিজের ছেলের মতো দেখে সোহেলকে। সে দিন সোহেল কে আসমার মা বাড়িতে গিয়ে ডেকে আসলো
--- সোহেল? বারান্দায় এসে সোহেল উত্তর দিল
--- হ্যা্, কাকি।
--- বাড়ি আয় তো। বলেই নিজের ঘরে এসে সোহেলের জন্য মাংস আর পিঠা প্লেটে সাজালো। সোহেল আর আসেনা। রাত অনেক হলো। আসমার মা বললো।
--- আসমা, যা সোহেলকে ডেকে নিয়ে আয়।
--- আমি পারবো না। আসমার বাবা বাড়ুি ফিরলো। তার জন্য খাবার দিলো। রাত গভীর হয়ে গেল। আসমা ঘুমিয়ে পড়েছে। কয়েক দিন দুই পরিবারে মনে মনে খুব কষ্ট পাচ্ছে তাদের হৃদ্যতার ঘাটতিতে। কিন্তু কিসের জন্য হলো এমন কেও জানেনা। ছোট বেলস থেকেই সোহেল আসমা এক সাথে নায় খায় শোয়। কোন বারন নাই এই সে দিন আমাদের খাটে ওরা দুই ফাজলামো করছিল। দুইজন শক্তি খাটিয়ে জড়াজড়ি করলো আসমার মা দেখে হেসে কুটি। সোহল আসমার সম্পর্ক এমন পর্যায়ে পৌছে, সারা রাত দুই এক বিছানায় শুয়ে কাটালেও দুই পরিবসরের মানুষ ছোট বা ভাই বোন মেনে নিয়ে কিছু মনে করেনা। দিন কয়েক হলো, আসমা পুকুরে গোছল করতে যায় সোহেলও যায়। গোসল করছে। সোহেল বললো
--- আসমা আয় আমরা সাতার কেটে কতোদূর যেতে পারি দেখি। আচ্ছা ঠিক আছে। আসমা সোহেলের জেদ বাড়ায়।
52
View