এই অবেলায় ভাবি—
তুমি আর আমি কত দূরে, অথচ
ভালোবাসার বন্ধনে আটকে আছি
নিঃশ্বাসে, বিশ্বাসে, প্রকৃতির মাঝেই।
এমন মধুখনে, তুমি-বিহীন তনু ও মনে,
প্রকৃতির হিমেল হাওয়ায়—
আমার হৃদয়ে আর ফিরে না প্রশান্তি।
হয়তো তুমিও আমার মতোই বসে বসে ভাবো অবেলায়।
সময়ের পরে, তুমি-আমি—
প্রায়শই মিশে যাবো প্রকৃতিতে,
হাসি, খেলা, আনন্দে,
অথবা চিরচেনা চায়ের কাপেতে—
ভালোবাসা ধরা দেবে অবেলায়।
This is a premium post.