Posts

চিন্তা

আর কতো ছাএ হারাবো!

July 10, 2025

Arafat Chowdhury Tanmoy

Original Author আরাফাত চৌধুরী তন্ময় Arafat Chowdhury Tanmoy

160
View


 

১:

সাল ১৯৫২ তখন আমাদের বাংলাদেশ ছিল না স্বাধীন তখন ছিলো পরাধীন বাংলাদেশ।

একটি ছিল পূর্ব পাকিস্তান আরেকটি ছিলো পশ্চিম পাকিস্তান।

তখন পাকিস্তান থেকে কিছু ক্ষমতাধর ব্যক্তি বললো যে আমাদের বর্তমান বাংলাদেশ এ রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু।

এ যেন তখনকার ছাএদের উপর এমন ভাবে পড়লো যে আমাদের মায়ের ভাষা বাংলা অথচ আমরা স্বাধীন ভাবে তা বলতে পারবো না এটা যেন অসহ্য একটা ব্যাপার হয়ে উঠলো ১৯৫২ এর ছাএ সমাজের মাঝে।

তখন আন্দোলন এ নেমে গেল ছাএ সমাজ যে আন্দোলন এ আমরা হারালাম আমাদের রফিক বরকত সালাম সহ অসংখ্য মেধাবী ছাএ কে…(মহান প্রভু সবাইকে জান্নাত নসিব করুন)

এরপর ১৯৭১.

দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ বীর শহীদদের প্রাণের বিনিময়ে আমরা অর্জিত করেছি আমাদের সোনার বাংলাদেশ।

তখন হয়তো সবাই ভেবেছিল আর কখনো নিজ দেশের জন্য রক্ত ঝরাতে হবে না ছাএ সমাজ কে।

কিন্তু তাদের এ ধারণা কে ভুল প্রমাণ দিয়ে হাজির হলো ২০২৪! 

Government job এ সর্বোচ্চ কোটা মেধাবীদের যেন হয় এর জন্য আন্দোলন এ নেমে গেলো ছাএ সমাজ।

পরিশেষে ছাএদের আবেদন পূরণ ও হলো কিন্তু?

কিন্তু এর জন্য হারাতে হয়েছে না জানা অনেক শ্রদ্ধেয় মেধাবী ভাইয়া এবং আপুদের প্রাণ. বাংলাদেশ এর মানুষ কি এটাই চেয়েছে এতগুলো প্রাণের বিনিময়ে আমরা অর্জন করবো আমাদের অধিকার?

যদি ১৯৫২ এ সালাম রফিকরা জানতেন তিনাদের প্রাণ দেওয়ার পর ও আরো প্রাণ দিতে হবে ছাএ সমাজ কে তাহলে তাঁরা কি ঝাঁপিয়ে পড়তো ১৯৫২ সালের আন্দোলন এ?

পরিশেষে শহীদ হওয়া সকল ভাই বোনদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন রইলো।

মহান প্রভু আপনাদের কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আপনাদের পরিবার কে ধৈর্য ধরার তাওফীক দান করুন।

এবং যে বা যারা এর সাথে জড়িত মহান প্রভু সর্ব উওম পরিকল্পনাকারী সবার জন্য।

আর না হোক কোন রক্তপাত,হোক শান্তির বাংলাদেশ 🇧🇩🤲

২:

রাত যত গভীর হয় ভোর ততো নিকটে আসে..

সন্ধ্যা তখনি ঘনিয়ে আসে যখন পশ্চিম দিকে সূর্য চলে যায়..

যখনি রক্তের বন্যা হয়েছে তখনি জয় হয়েছে সত্যির।

লিমানিল মুলকুল ইয়াওম. লিল্লাহিল ওয়াহিদিল কাহহার।

ঐদিন আমার ছাড়া কাহারো ক্ষমতা চলবে না(আল্লাহ)এখন যা করার করে নিতে পারো কিন্তু বিচারের দিন একটু ও পার পাবে না জনগণ এবং মহান প্রভুর কাছ থেকে।।


 

Comments

    Please login to post comment. Login