Posts

কবিতা

হৃদয়ের ইনবক্সে || মুহাম্মদ লিটন ইসলাম

July 10, 2025

Md Liton Islam

175
View

আকাশ চুম্বি স্বপ্ন দেখি 
আপনি আসবেন 
আপনার কুহেলি কোয়াশায় ভরা চোখে 
ভেসে ভেসে দুলবো আমি! 
আপনার হৃদয়ে ছটফট করবে 
আমার অম্লান স্মৃতি 
চারিদিকে দেখবেন পাবেন না 
কোথাও নেই , আমার ভাসমান ছায়া!
ঘুমোতে যাবেন তাও হচ্ছে না 
আমার ক্লান্ত দেহ আপনাকে ডাকছে ভেবে 
বিছানা থেকে উঠে পড়বেন।
ডাইরিতে লিখতে বসবেন
আমার প্রতিক্ষায় না বলা কিছু কথা!
হয়তো লিখবেন, " বিরহের কলহলে 
আপনি একটা প্রমিত কাব্য।
আপনার অবিরাম অস্তিত্ব আমাকে কাঁদায় 
রাতবেরাতে জাগিয়ে তোলে।
আচ্ছা বলুন তো আপনারও কি আমার কথা মনে পড়ে
আমি তো আপনাকে চিনি না!
আপনি কি আমাকে চিনেন?
নাকি দুজনেঈ অচেনা!
চলেন না ! এই বার্তা মাধ্যম ভঙ্গ করে
হৃদয়ের ইনবক্সে কথা বলি! 
বলতে পারবেন তো?
আমি কিন্তু পারি , কিন্তু আপনি আমার 
ম্যাসেজ সীন ই করেন না! 
জানি না হৃদয়ের ইনবক্স কি দিয়ে ভর্তি করে রেখেছেন "

আপনি হয়তো  আবার শুয়ে পড়েছেন
আমার হৃদয়ের ইনবক্সে 
আপনার ম্যাসেজের ছোড়াছোড়ি
কিন্তু আমার ইনবক্স তো ডি এক্টিভ করা আছে! 
কি আর করার এজন্যই হয়তো 
আপনাকে দেখতে পাই নি

তবে জানেন কি! আপনার সাথে 
আমার হৃদয়ের ইনবক্সে নয়
কবিতার বক্সে কথা হয়! 
কবিতার প্রতিটি ছন্দে আপনাকে সাজিয়ে রাখি
সেই ছন্দই হয়তো আপনার হৃদয়ের ইনবক্সে 
গিয়ে কড়া নাড়ে " এই যে ! আপনি কে বলুন তো ! আমার হৃদয়ের ইনবক্সে আপনার এত এত ম্যাসেজ!"

কোনো রিপ্লাই নেই! হয়তো আপনি ভয় পেয়েছেন
বা লজ্জায় ভাষা খুঁজে পাচ্ছেন না! 
...........

Md Liton Islam

Comments

    Please login to post comment. Login