পোস্টস

কবিতা

নির্বাচন

২৬ মে ২০২৪

আতিকুর ফরায়েজী

আজ শহরের অলিগলিতে পুলিশ, 
শহরের ভীতু হৃদয়ে— 
ভয়ে ভয়ে বেড়ে ওঠা এক পাহারা। 
সহায় সম্বল হারানো এ শহর, 
আজ তার চোখে জেগে আছে ভয়ের রেখা। 

ব্যস্ত সড়কগুলো নিশ্চুপ, নিথর; 
প্রশাসনের টহল বেজে ওঠে ধপধপ শব্দে, 
শূন্য শহরের বুকে এক অদ্ভুত সুর। 
এসবের কারণ—নির্বাচন। 

নির্বাচনের প্রতীক্ষায় এ শহর, 
আজ তার ভাগ্য বদলের দিন। 
বহু বছর সে এ আশায় বসে আছে— 
একদিন পরিবর্তন হবে তার ভাগ্যের চাকার। 
নিম্ন মধ্যবিত্ত থেকে সে আজ নিম্নবিত্তে। 
তবু তার কংক্রিটের হৃদয় আশা বাধে। 
বার বার ব্যর্থ হবার পরও সে বিশ্বাস করে, 
এই নির্বাচনে তার দিন ফিরবে। 
আদৌ কি আজ তার দিন আসবে? 

ভাবার বিষয়, 
এর আগেও বহুবার নির্বাচন এসেছে, 
আজ আবার এল। 
দেখে, শুনে, ভালোবেসে হয়ত বুকে জড়িয়ে নেবে। 
তারপর— 
আবার পাঁচ বছরের অপেক্ষা। 
মুক্তির জন্য আর কতবার তাকে বিশ্বাস করবে এ শহর!