Posts

উপন্যাস

নীলান্জনার ফিরে আসা (Premium)

July 11, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

0
sold
ধারাবাহিক উপন্যাস

নীলান্জনার ফিরে আসা

অমল সরকার

( অষ্টম পর্ব)

নীলা ওর মামাতো বোন মিনতিকো বললো
-- মিনু শোন? মিনুর কাছে গিয়ে কান পাতে
--- বল?
--- তোকে একটা নাম্বার দিই, এই নাম্বারে কল দিয়ে জানতে চাইবি হিমাদ্রি নামে কাউকে চিনে কিনা?

---চিনলে কিবলবো?
--- চিনলে , শুনবি ও কেমন আছে? ঠিক আছে?
,-- আচ্ছা, ঠিক আছে।
এই নে এই নাম্বারে দে। নীলান্জনা মোবাইলের নাম্বার দেখায়। মিনুর নিজের মোবাইলে না্বার উঠাতে থাকে।
--- দে এবার রিং দে।
---- এ কেরে দিদি? তোর মনের মানুষ নাকি?
--- যা বলি তাই কর।
মিনু মোবাইলে কল দেয়। কল ঢোকে। রিং হচ্ছে। মিনু ভ্রু ঈশায় বলে
---- রিং হচ্ছে। নীলান্জনা নির্ভার চিন্তাযুক্ত। ফোন রিসিভড হলো। অপর প্রান্ত থেকে হ্যালো বলে জানতে চাইলো,
--- তুমি কে বলছো?
-- আমি শ্রীপুর থেকে অনিমা বলছি, কাকে চাও?
--- আমি কাউকে চাইনা। আমি জানতে চাচ্ছিলাম আপনাদের গ্রামের হিমাদ্রি নামে কাউকে চিনেন?
--- হ্যাঁ, চিনি তো। কেন? ও দের বাড়ি আমাদের বাড়ি কয়েক বাড়ি দূরে, কেন কথা বলবেন? সরি ও সাথে কথা বলতে পারবে না। আমাদের বাড়ি একটু দূরে। তাছাড়া হিমাদ্রি হাসপাতালে ভর্তি রয়েছে। পাশে কান পেতে থাকা নীলান্জনা শুনেই চমকে ওঠে। মিনুর হাত থেকে ফোন কেড়ে নিয়ে কানে নিয়ে
--- হ্যালো,হ্যালো। ফোন কেটে গেল। নীলান্জনা বার বার ট্রাই করে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login