কবিতা
গালে তিল
অমল সরকার
তোমার ওই বাঁম গালে ছোট্র যে তিল
সুন্দর লাাগে মুখটি তোমার অনাবিল
তিলের গুনে রুপ ফুটেছে ওই গালে
চোখ চলে যায় তোমার পানে ভালে।
মুক্ত ঝড়া হাসি তোমার কথা যখন বলো
জগত জুড়ে ছড়িয়ে দিচ্ছো ভূবণ আলো
মুখটি ফর্শা তিলটি ক্ষুদ্র কণিকাময় দেশ
পাগল করা গালটি তোমার বর্ণনা অশেষ।
এই পৃথিবী তোমার মতো ভাগ্যবতি কে
ঠোট আছে নাঁক আছে মুখ নাই তিলক
একটি তিলের ইতিহাস বিশ্বজোড়া খ্যাত
তোমার গালের ওই তিল সেই তিল মতো।
This is a premium post.