কেমন যেন নুয়ে পড়ি ওই চরণে
উম্মাদ হয়ে প্রলাব ভাবনার ক্ষণে
একটু করে নেশা ধরে পাওয়া জন্য
ক্রম বিবর্তনে নিজেকে করি শূন্য
যতো দেখি ততই কাছে চলে যাই
ওই রুপের গুন ক্ষমতায় আমি ধাই।
চরণ আছে যার ভক্তি পাবে সেই
আমি আর কিছু নয় চরণটা চাই
যার মর্ম সম্রাট শাহজাহান বুঝিলো
কষ্ট করে তাজ মহল গড়ে মরলো
চরণ চরণ ভক্তি শ্রদ্ধা নিজ সমর্পন
সব বিসর্জ্জনে কেনা যে পদ ভূবণ।
তার রুপ দেখে পাগল হলাম আমি
ভক্ত হয়ে রয়ে গেলাম ওগো অন্তর্যামী।