গল্প
বিয়ে বাড়ির হট্টগোল
অমল সরকার
বাড়ি ফিরতে সন্ধ্যা পার হয়ে গেল মাহিমের। ক্লান্ত শরীর নিয়ে কোথাও না বেড়িয়ে খেয়েদেয়ে বিছানায় গা এলিয়ে ঘুমানোর চেষ্টা করে নীরব। ঘুম ধরে না। চোখ বুজে থাকে না ঘুম আসেনা। ঘড়ির দিকে তাকায় রাত বারোটা। পাশের বাড়ি থেকে হট্টগোলের শব্দ আসে। তড়িঘড়ি করে সেখানে যায়।
একজন বলছে
--- আপনার মেয়ের সমস্যা আছে। আগে বলবেন না। আমি এ বিয়ে দেবোনা।
আরেকজন বোঝানোর চেষ্টা করে
--- আপনারা যা শুনেছেন সত্যি না।
--- ওসব ভুয়াবাজি কথা বাদ দেন।
অবস্থা বেগতিক দেখে নিজে এগিয়ে গিয়ে লোকটার কাছে যায় মাহিম। বলে
---- মুরব্বি আপনি বুদ্ধিমান মানুষ। পরের কথায় কান দিয়ে একটি মেয়ের নামে অপবাদ দিচ্ছেন। আবার বিয়ে ণেঙে দিতে চাইছেন? আপনার বিরুদ্ধে মামলা করবো।
--- তুমি কে? আমি ওর ছোট বেলার বন্ধু। ওর চরিত্র সম্পকে আমার চেয়ে ভালো আর কেউ জানেনা।
--- ঠিক আছে বাবা তুমি যখন বলছো তাহলে আমাট কোন আপত্তি নাই। এই বিয়ে পড়াও
101
View