(নবম পর্ব)
বিকেল হয়ে এলো, নাইমা একটু একটু করে চোখ মেলে তাকানোর চেষ্টা করে। নাইমা অবস্থার উন্নতি দেখে সবার চোখে মুখে স্বস্তির নিঃশ্বাস। মা আসমা কাছে গিয়ে বলে
--- তাকা, নাইমা। একবার তাকায় আবার চোখ বোজে। পাশে বোন সাইমা বলে
থাক। এখন গ্যান যখন ফিরেছে ওকে বিরক্ত করোনা মা।
মামা কাছে এসে জানতে চায়
--- আসমা আমার মামনির গ্যান ফরেছে?
আসমা বলে
--- হ্যাঁ ভাইয়া, নাইমা এই মাত্র তাকিয়েছিল।
মামা শুকরিয়া আদায়
--- আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সব পারো। এর মধ্যে এক নার্স এসে মামা উচ্চ কণ্ঠে কথা বলা দেখে বলেন
-- শুনুন রোগীর অবস্থা এখনো বিপদমুক্ত নয়। তারপর আপনারা যদি এই ভাবে চিল্লাচিল্লি করেন, তাহলে রোগী খারাপের দিকে যেতে পারে। মামা বিনয়ের সাথে নার্সকে বলে
--- আপনি ঠিক কথা বলেছেন নার্স ম্যাডাম। নার্স আড় চোখে মামার দিকে তাকালো। সুমাইয়া মুচকি হাসি ফোটায় ঠোঁটে।