কলমের কি গুণ
দিয়েছে কত ধণ
কলমের সম্পদে কেউ হইয়ো না লোভী
কলম করবে তোমায় নিঃস্ব রবে একাকী ।
যে করিবে কলমের স্বদ্য ব্যবহার
সেই পাবে কলমের সঠিক পুরস্কার
আর যে করিবে কলমের অ স্বদ্য ব্যবহার
সেই পাবে কলমের কঠিন তিরস্কার ।
কলমে মানুষ পায় আলোর পরশমনি
কলমই এনে দেয় সব দুঃখের খনি
কলম কে ব্যবহার করো সাবধানে
কলম কে ধরো তার ব্যবহার জেনে ।