Posts

কবিতা

আমার মেয়ে

May 26, 2024

শেখ ফরিদ

Original Author শেখ ফরিদ

246
View
যার জন্য আমি অন্য মানুষ, 
যার জন্য আমি বিশ্বাসী,
যার জন্য আমি ধৈর্যশীল,
যার জন্য আমি পরিশ্রমী, 
যার জন্য আমি সততার উদাহরণ, 
যার জন্য আমি নিখিল সুখ করেছি হরন,
যার জন্য আমি বুঝেছি সভ্যতা, 
যার জন্য আমি খুজি আদর্শ,
যার জন্য আমি উল্লাসে মাতোয়ারা, 
যার জন্য আমি আকাশ পাতাল করেছি এক,
যার জন্য আমার আমিতে এতটা ত্যাগ,
যার জন্য আমি মৃত্যকে পাই ভয়,
যার জন্য আমি বড্ড একঘেয়েমি বকবকানি সেকেলে,
যার জন্য আমি সকল কষ্টকে মেনে নেই হেসেখেলে
যার জন্য আমি নিতান্ত তুচ্ছ হয়েও রাজা,
যার জন্য আমি হেসে যাই খলখল,
যার জন্য হৃদয়ে শান্তি ফোয়ারা অনর্গল, 
যার জন্য এই আনন্দ-অন্তর থাকুক সুখ কিংবা ব্যাথা,
সে আমার রাজকন্যা রুপকথা...

Comments

    Please login to post comment. Login