পোস্টস

চিন্তা

সমতা যেখানে মেলে

২৬ মে ২০২৪

শেখ ফরিদ

মূল লেখক শেখ ফরিদ

গতকাল নামায শেষে পাশেই বিশাল কবরস্থানে হাটলাম বেশ কিছুক্ষন। কবরগুলোর সামনে সাইনবোর্ডে বংশ পরিচিয় লেখা। কালো বোর্ড আর লেখাগুলো সাদা।কবরস্থানে, খুব শান্তি অনুভব হল। হরেক মানুষ, হরেকরকম তাদের যোগ্যতা ও বংশ, কেউ কেউ মুক্তিযোদ্ধা ছিল। 

সবাই সারিবদ্ধভাবে শুয়ে আছে। ভালো,মন্দ,কালো,সাদা,সৎ,ঘুষখোর, সুদখোর,পুলিশ,চোর,ডাকাত আরো অনেকেই সেখানে বিনা আপত্তিতে এক সাথে ঘুমিয়ে আছে। 

সমতা আর মমতা এখন কবরস্থানে। 

কিছুদূর এগিয়ে গেলাম, একটি সাইনবোর্ড, লেখা এখানে শুয়ে আছে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা। 

এর পাশেই একজন শিকদার সাহেবের কবর। 

জানি না তাদের এখন কি নামে ডাকা হচ্ছে, কেমন আছেন তারা তাদের প্রকৃত সত্ত্বা এখন কেমন বোধ করছেন। 

পৃথিবীতে কেমন ভাবে চলবে বা চলা উচিৎ তার ইঙ্গিত পৃথিবীতেই দেয়া থাকে।

 সমতা, মমতা, শান্তি শুধু কবরস্থানে না সবখানেই থাকুক। 

আমার অভজার্ভেশন ভুল হতে পারে। শুনেছি সে সব থেকে সঠিক কাজ করে, যার ভুলের পরিমান বেশি।আমি জীবনে সঠিক কাজ করেছি কিনা জানি না তবে আমার ভুল স্বীকার করতে কোন লজ্জা নেই।