একটি কবিতা লিখবো
--অমল সরকার
আমি তোমার জন্য একটি কবিতা
লিখবো মনের দুঃখের কালি দিয়ে
যে কবিতা বলবে তোমায় হে প্রিয়া
আমি একটি কবিতা লিখবো
যাতে লেখা থাকবে হাজার স্বপ্নের
ডুবসাতার লক্ষ পাখির উড়াল
বর্ণমালার পতপত বাতাস উড়ার
আমি একটি কবিতা লিখবো
যে কবিতায় ছবি আ্কা আয়না ছবি
যেখানে মানুষের ভালবাসার কবি
আমি তুমি এক হয়ে যাবো
তোমার জন্য একটি কবিতা লিখবো
যে কাব্য পটে তোমার প্রেম গাঁথা
লিখা থাকবে ইতিহাস হয়ে
আমি একটি কবিতা লিখবো
তোমার আমার ভালবাসার
মাধুরি মাখানো স্বপ্নিল ভূবণের পটে
সর্নাক্ষরের অক্ষরের ফুলমালা দিয়ে।
২০/৭/২০২৫
This is a premium post.