আজ হঠাৎ করে নিলীমার সাথে দেখা হয়ে শুধু মাত্র একটি স্মৃতি মনে পড়ে গেল। পাঁচ বছর পর নীলিমা কে দেখা। প্রথমে নিতাই মনে করেছিলো ভুল দেখছে, পরে ভাল করে খেয়াল করে, হ্যাঁ নীলিমা। অপলকে নিতাই তাকিয়ে সেদিনের কথা মনে করলো। নীলিমার বিয়ে ঠিক হয়েছে। একথা শুনে নিতাই ঘুরতে যায় নীলিমাদের বাড়ি।কাছে ডেকে নীলিমা কে নিতাই বলে
,, তোমার নাকি বিয়ে ঠিক হলো?
খুশি চেহারা ফুটিয়ে নীলিমা বললো নিতাইক
,, হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে। দিন ঠিক হলে
[ ]
[ ] তোমাকো নিমন্ত্রণ করবো, এসো,,
চমকে ধমকে নিতাই বলে
,, কি বলছো নীলিমা। তোমার কি মাথা ঠি আছে?
,,অবশ্যই ঠিক আছে। সব ঠিক আছে।
,,তুমি আমাকে ভালবাসনা?
,, অবশ্যই ভালবাসি।
,, তাহলে বিয়ৈ তে রাজি হলে কেন?
,, বা,রে সারা জীবন আই বুড়ো থাকবো নাকি?
,,তাহলে আমি?, কি করবো?
,, তুমি ও বিয়ে করে ফেলবে,,
তার মানে?
,, তার মানে তাই।,,
,, আমি তোমাকে ভালবেসেছি বিয়ে করবো বলে।,
, এই জন্যই তোমাকে আমি বিয়ে করবোনা ভালবাসলেই বিয়ে করতে হবে এমন নয়। বিয়ে করলে ভালবাসা থাকে না। তোমাকে আমি আজীবন ভালবেসে যাবো। সেই শেষ দেখা। নীলিমার কাছে এসে বলে