সেই চিঠিতেই লুকিয়ে ছিল এক জীবনের ভালোবাসা। যে ভালোবাসা হারিয়ে যায়নি, শুধু থেমে গেছে সময়ের বাঁকে।
সব ভালোবাসা শব্দে বা কথায় প্রকাশ পায় না। কিছু ভালোবাসা থেকে যায় কোনো এক চিঠিতে- যেটা কখনো পাঠানো হয়নি, যা সবচেয়ে সত্যি ছিল। ভালোবাসা তখনই সত্যি হয়, যখন তা স্বার্থ ছাড়িয়ে আত্মাকে ছুঁয়ে যায়।