ধারাবাহিক উপন্যাস
নীলান্জনার ফিরে আসা
অমল সরকার
( দশম পর্ব)
নীলা ব্যাগ গুছিয়ে মামির কাছে কিছু কাটা চাইলো, কানে, কানে
----আমাকে এক লাখ টাকা দেতে পারবে?
,---কেন, কি জয়েছে? নীলা?
,, আমার এক আত্মীয় ক্লিনিকে ভর্তি আছে।অবস্থা ভালো না। দেখে আসি।
,,আহ,রে। মন খারাপ হয়ে গেল মামির।
আরে মা নীলা আমি তোর সাথে যাবো?
নীলা বাঁধা দিয়ে বলে
না, মাা না।
মামি বলতে গিয়ে মামিকে মা বলে ফেললো। মামির হৃদয় শীতল হয়ে গেল।
,, আচ্ছা ঠিক ঋছে, দূরের পথ, দৈখে শুনে যাবি। মিনুর কাছে কিন্তু টাকার কথা বলিস না।
নীলান্জনা ব্যাগ রেডি করে বেড় হবে এমন সময় মামি দুই তোড়া এক হাজার টাকার নোটের বান্ডিল নীলার হাতে দিয়ে, মামি বললো
,, নে, যদি আরো লাগে- ফোন দিস আমি লাগলে পাঠিয়ে দেবো। আর শোন দিস। শোন তোর বোনের নাম্বারে ফোন দিবিনা।
,আচ্ছা।
বাইড়ে আসে। নীলার হাতে ব্যাগটা দিয়ে মামি নীলার কপালে চুমু দেয়। বলে দেয় রেনের পথ অনেক দূর দেখে শুনে যাস। বাড়ি যাবিনা? না,মামি। ব্যস্ততার সাথে মীলা মামির পায়ে হাত দিয় নমস্কার করে।আবেগে মামির মন শীতল হয়ে যায়।
,,, মা আসি,,
মামি নীলান্জনার চেলে যাওয়ার পথের দিকে চেয়ে থাকে অপলকে।
56
View