ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হাতে প্রায় ৫০০ দিন ধরে বন্দী ছিলেন ইসরায়েলি নাগরিক এলি শারাবি। সে সময়ের অভিজ্ঞতা নিয়ে একটি স্মৃতিকথা লিখেছেন তিনি। হিব্রু ভাষায় লেখা এই বইটির ইংরেজি অনুবাদ চলতি বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হবে বলে জানা গেছে।
'হোস্টেজ' নামের বইটি প্রকাশ করবে প্রকাশনা সংস্থা হারপার ইনফ্লুয়েন্স। এটি ছিল ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি একজন ইসরায়েলির লেখা প্রথম বই।
এই বইটি চলতি বছর হিব্রু ভাষায় প্রথম প্রকাশিত হয়। গাজা উপত্যকায় বন্দী জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা বইটি হিব্রু ভাষার প্রকাশনার ইতিহাসে দ্রুততম সময়ে সর্বাধিক বিক্রিত বই হয়ে ওঠেছে।
এদিকে হার্পার ইনফ্লুয়েন্স এক বিবৃতিতে জানিয়েছে, শারাবি তার বইয়ের মাধ্যমে পাঠকদের গাজা উপত্যকায় নিয়ে যান। তিনি গাজার অন্ধকার এবং ভয়ঙ্কর সুড়ঙ্গে তার দিনযাপনের কাহিনী বর্ণনা করেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজার কাছে দক্ষিণ ইসরায়েলে তার বাড়ি থেকে এলি শারাবিকে জিম্মি করে গাজায় নিয়ে আসেন হামাস যোদ্ধারা। ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ৪৯১ দিন যুদ্ধবিধ্বস্ত এই ছিটমহলে বন্দী ছিলেন তিনি।
উল্লেখ্য, হোস্টেজ ২০২৫ সালের ৭ অক্টোবর প্রকাশিত হবে।
সূত্র: কিরকাস