কবিতা
লাল সূর্য
অমল সরকার
লাল টকটকে গোলাকৃত সূর্য উঠছে
উর্ধাকাশে উঠছে ধেয়ে দ্রুত সময়ে
সে কখনো দাবানল হয়ে ছড়িয়ে পড়ে
কখনো বারুদ হয়ে আছড়ে পড়ে দেশে
আবার কখনো পেটের ভেতর জ্বলে
খিদেয় দাউ দাউ অগ্নি শিখাময় হয়ে
বিরোহীর হৃদয়ে অনলবর্ষীত প্রদীপ
আবার বিচ্ছেদের কড়িকাঠের ম্যাচ
জ্বলছে লাল আগুন বিপ্লবীর চোখে
সমাজ বদলের তানপুরার সুর হয়ে
লাল বর্ণের ওই লাল রক্তের মহিমায়
জেগে ওঠে শানিত স্বাধীনতা বীজমন্ত্র
লালে লাল হয়ে চলে সংগ্রামের ঝান্ডা
লালের সাথে রক্তের গড়া কাব্য মহিমা।
This is a premium post.