মানুষ একসময় সবকিছু ভুলে যায় , শুধু ভুলতে পারে না প্রিয় মানুষের দেওয়া কথার আঘাত,
ঝগড়া, রাগারাগী, ভুল বোঝাবুঝি, এসব আমরা এক নিমিষেই ভুলে যাই, কিন্তু ভুলতে পারি না প্রিয়জনের মুখ থেকে শোনা নিজের বিষয়ে বলা কটু কথা গুলো,
বুকের ভেতর জমে থাকে সে সব অপমান, ঘুমের ভেতর দু্: স্বপ্নের মত তাড়া করে বেড়ায়,
একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে , আবার হাসি খুশি প্রাঞ্জল হয়ে দিব্যি থাকি আমরা,
তার পর কোন এক ঘুম না আসা রাতে একলা রাতে স্মৃতি গুলো তাড়া দেয়, আমরা আবার পৌঁছে যাই সেসব কথার কাছে, মনের মধ্যে সেই একই কষ্ট অনুভব হয়, কি যে ভয়ানক যন্ত্রণা অনূভুত হয় তখন,