চাঁদা
আহমেদ সাব্বির
চাঁদা'র আসল অর্থ এবং শব্দগত মানে
খুঁজতে গেলাম খুব গোপনে বাংলা অভিধানে।
অভিধানের ব্যাখ্যা এবং বর্ণনা যা বলে-
"যে শব্দের অর্থ দ্বারা অর্থ আদায় চলে।"
অর্থ কেবল আদায় হলেই কাটবে না তো শনি
আদায়কালে ঘটতে হবে ভীতির প্রদর্শনী।
ভীতির আবার প্রয়োগ অনেক বলতে না চাই দাদা
ফার্সি ভাষা ‘চানদা’ থেকেই আমদানি হয় চাঁদা।
চাঁদার কেনো চলন হলো? লাভ কী হলো এতে?
চান্দা ফরজ, দল বা পার্টির সদস্য পদ পেতে।
সদস্যপদ পাওয়া মানেই বৈধ; চাঁদা তোলায়
সপ্তা শেষে চাঁদা নিজেই ঢুকবে গোপন ঝোলায়।
চাঁদার আরো আভিধানিক অর্থ সবার জানা
রূপচাঁদা মাছ, জ্যামিতি টুল, চন্দ্র, শামিয়ানা।
চাঁদার এসব অর্থ জেনে লাভ হলো কী? কচু
রাস্তাঘাটে ধরলে ওরা মুচড়ে দেবে মোচু।
আলতো করে আঁচড় দেবে ভুঁড়িতে বা রানে
এসব কথা হয়নি লেখা গ্রন্থে অভিধানে।
চাঁদার চাপে চান্দি গরম, খাচ্ছে মানুষ ধরা
চাঁদার আসল অর্থ হল- অর্থ আদায় করা।