ধারাবাহিক গল্প
বিষে নীল দেহ
অমল সরকার
(দশম পর্ব)
আজ দুই দিন হলো সেবা ক্লিনিকের বেড রুমে শোয়া নাইমা। গত কাল সকালে একটু চোখ মেলেছিলো। তার পর আর চোখ খুলে নাই। বেঘোরে ঘুমোচ্ছ। ডাক্তার সাহেব বলেছিলেন
--- ঘুমক এতে চিন্তার কিছু নাই। যতো ঘুমোবে ততোই শরীরের জন্য ভালো হবে। মামা জানতে চাইলো
--- এতে শরীর খারাপ হবে না স্যার।
-- না। স্যালাইনের সাথে খাবারে ডোজ দেওয়া আছে।
টেনশন করবেন না কিছুটা বিপদমুক্ত হয়েছে।
--- শুকুর আলহামদুলিল্লাহ। ডাক্তার জানতে চায়
--- আচ্ছা, বলুন তো এই মেয়ের সাথে কোন মেয়ের প্রেম ভালবাসা আছে? মামা ভ্যাবাচ্যাকা খেয়ে বলেন
--- আমি ওর মামা। আমি থাকি চাকরিস্থল খুলনায় আর ওরা থাকে ঢাকায়। তারপর যা শুনলাম, ভাগণি আমার সে ধরনের মেয়ে নয়। ও তো কথাই কম বলে।
---- শোনেন মিষ্টার প্রত্যেক ছেলে মেয়ের যৌবনে প্রেম আসবেই যেটা কেউ ঠেকাতে পারেনা। এটা ঈশ্বর প্রদত্ত। ওর মনের খবরটা এজ এ ডক্টর হিসেবে জানতে পারলে আমাদের চিকিৎসায় সুবিধা হবে।
যদি পরেও জানতে পারেন কাইড্লি বলবেন, ওকে।
-- ওকে স্যার ওকে। বলে ডাক্তার সাহেব তার চেম্বারের দিকে যাচ্ছিলো পেছন থেকে সুমাইয়া বলে
--- স্যার নাইমার সর্ম্পকে আছি কিছু তথ্য দিতে চাই আপনাকে। ডাক্তার খুশি হন রুমে বসে ডব ঘটনা শোনেন। আচছ। তুমি ভালো মেয়ে আমাকে সহযোগিতা করলে। এবাট আমি ওকে সঠিক চিকিৎসা দিতে পারবো।
64
View