চট করে সেলফি তুলে দুনিয়াকে জানাবোনা যে
আমরা বড়ো সুখি মানুষ
বছরের বিশেষ দিনগুলোতে একগাদা সারপ্রাইজ গিফট কিনে বুঝাবোনা যে একে অপরকে বড়ো ভালোবাসি,
কিংবা উইকেন্ডে নামি-দামি রেস্তোরাঁয় কিছুটা সময় ব্যায় করে মনে মনে আত্মতৃপ্তির ঢেকুর তুলবো না যে
“ ইস চুটিয়ে প্রেম করছি "
এসব ভারিক্কি নিয়ম কানুনগুলো গন মানুষের জন্য তোলা থাক,
আমরা বরং অন্য কিছু করবো
এক সন্ধ্যায় যোগী সন্ন্যাসীদের মতো ঘরছাড়া হবো।