২০২৪ সালের গ্রীষ্মে,
বাংলাদেশের হৃদয়ে গর্জন হলো,
একটুকু শান্তির মাঝে যেন,
রাজপথে ঝড় বয়ে গেলো।
আবু সাঈদ, তরুণ যোদ্ধা,
দাঁড়াল সে বুক পেতে,
হাত দুটি উঁচু করে,
প্রাণ দিলো সে রাজপথে।
তার মনে ছিল প্রধান লক্ষ্য
করতে বৈষম্য শেষ।
তাই তো প্রাণ দিতে সে ভাবেনি এক্লেশ।
মীর মূগ্ধ, শান্ত ছেলে,
"কারো পানি লাগবে পানি?" বলে,
নিজের প্রাণ হারালো,
রাজপথে সে তিলে তিলে।
বিপ্লবের পথে শহীদ হলো,
মীর মুগ্ধের মতো আরো কত ছেলে!
আর কত ছাত্র, আর কত ছাত্রী,
জীবন দিলো আন্দোলনের সুরে,
এঁদের আত্মত্যাগের কারণেই
বাংলাদেশ আবার মুক্ত হলো।
৩৬শে জুলাই, ইতিহাসের পাতায়,
লিখিত হলো তাদের নাম, তাদের কান্না,
তাদের ত্যাগের কাহিনী হয়ে উঠলো,
একটি শক্তিশালী স্লোগান।
এদের আত্মত্যাগের জন্যই
দেশ আবার পেয়ে গেলো স্বাধীনতা,
তাদের রক্তে, তাদের জীবনে
বাংলাদেশ আবার নতুনরুপে গাথা।