যৌবনকাল গুরুত্বপূর্ণ, বলার অপেক্ষা রাখে না আর
যৌবনকাল সুখের পরশ, আসে নাকো বারবার।
যৌবনকাল সবার জীবনে, শুধু একবার আসে
শক্তিহীনেও শক্তি যোগায়, যেন ফুলের সুবাসে।
এই সময় মানব কুল, যতটুকু করে রোজগার
ভবিষ্যতে বসে বসে খায়, নিয়ে দ্বারা পরিবার।
কিন্তু সেই আশার মুখে, নেমে আসে গুড়ে বালি
শেষ বয়সে পায়না সমাদর, কপালে জোটে গালি।
যে হাতে ছিল পরিবারের ভার, সে হাত আজ অসার
দিবসেই যেন ঘনে আসে আঁধার, কি খেলা বিধাতার।
যুবক বয়সে ডাব -লাক্স সাবান, শরীরে হতো ব্যবহার
বৃদ্ধ বয়সে তুচ্ছ শ্যাম্পু, তবু কপালে জোটে না তার।
পড়নের কাপড় ময়লায় মাখা,তোষক হয় না ঝাড়ু
ভর্সনা করে বাড়ির লোকে,মরে না কেনো বুড়ো।
তৃষ্ণায় যদি ছটফট করে, জল চায় এক গ্লাস
অবহেলায় কেহ পার্শ্বে আসে না, কি ভাগ্যের পরিহাস।
যে হাতে ছিল পরিবারের, অন্ন বস্ত্র বাসস্থানের ভার
তার কপালে খাদ্য জোটেনা, দুঃখ হাহাকার।
যাদের জন্য মানবকুল, খেটে করে উন্নতি
তাদের দ্বারায় শেষ জীবনে, নেমে আসে দুর্গতি।
হায়রে আপন হায়রে স্বজন, করতে না পারলে রোজগার
ভুলে যায় মানুষ অতীত দিনের, সব উপকার।
বৃদ্ধ মানুষ হাজারো কষ্টে, তিলে তিলে হয় ক্ষয়
জীবন যুদ্ধে মানব কুলে, এ যেন বড় পরাজয়।
49
View