আসলে কি তাই?
যা দেখা যায়।
দেখে কত মন
ভেঙ্গে যায়
কত ঘর
হয় পর।
আসলে কি??
সব ছবিটাই
কবিতার মত হয়?
দূর হতে কাক নির্বাক
দাঁড়িয়ে রয়।
কোকিলের সুর
শোনা যায়।
উড়ে যায়
গান যায় হারিয়ে।
দেখা দেয় যা
আসলে কি তা
জুড়ে দেয় মন
নাকি মিথ্যা যাপন।
.
.
আসলে কি তাই?
যা দেখা যায়।
দেখে কত মন
ভেঙ্গে যায়
কত ঘর
হয় পর।
আসলে কি??
সব ছবিটাই
কবিতার মত হয়?
দূর হতে কাক নির্বাক
দাঁড়িয়ে রয়।
কোকিলের সুর
শোনা যায়।
উড়ে যায়
গান যায় হারিয়ে।
দেখা দেয় যা
আসলে কি তা
জুড়ে দেয় মন
নাকি মিথ্যা যাপন।
.
.