মিতা বাড়ি থেকে মা আর দাদা হিমাদ্রির জন্য খাবার তৈরি করে টিফিনবাক্স হাতে ক্লিনিকের রুমে ঢোকে। দেখে মা সোফায় বসে ঘুমোচ্ছে।
--- মা?
তন্ত্র ভেঙে চোখ মেলে হাই ছেড়ে বলে
--- এসেছিস। তোর বাবা এসেছে?
--- বাবা টাকা যোগার করতে গেছে বাজারে।
--- টাকা পেলো কি পেলোনা, খাবেই বা কখন বেলা চলে গেল। এদিকে ক্লিনিকের বিল শোধ না করলে রিলিজ দেবেনা। শঙ্কিত মুখে বলতে থাকে। মিতা হিমাদ্রির কাছে গিয়ে দেখে ঘুমাচ্ছে। পা,র কাছের চাঁদর টেনে দেয়। মুখের দিকে অপলকে তাকিয়ে থাকে। মা মিতার ভাব দেখে জানতে চায়
--- মিতা কি দেখেছিস?
--- মা এখানে এসো। মা সোফা থেকে উঠে মিতার কাছে আসে।
--- কি হয়েছে বল? মিতা দাদার গালে লিপস্টিকের গোলাপি দুই তিনটি চুমু খাওয়ার চিহ্ন ফুটে রয়েছে।
--- এই দেখ। কোন মেয়ে মনে হয় দাদাকে চুমু খেয়েছে।তার ঠোটের দাগ লেগে আছে।
-- তাই তো।
--- মা, কেউ এসেছিলো?
--- আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাবা আসে রুমে। চোখেমুখে প্রশান্তির ছাপ। মা আর মিতা চিন্তিত মনে।
বাবা ঢুকেই বলে
--- কি হয়েছে,রে মিতা? মা তাকে জিজ্ঞেস করে
--- তুমি আগে বলো টাকার যোগার হয়েছে?
--- একটি মেয়ে বিল পরিশোধ করে দিয়েছে।
ওদের বুঝতে বাকি থাকেনা কেউ এসব করেছে।