বাংলা একাডেমির গুণগত পরিবর্তন ও সংস্কারের জন্য গঠিত কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কবি ও বুদ্ধিজীবী ব্রাত্য রাইসু। মঙ্গলবার (১৫ জুলাই) ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন।
ব্রাত্য রাইসু বলেছেন, “আমি মনে করছি, যেই কমিটির সদস্য সংগ্রহের ব্যাপারে দায়সারা ভাব আছে, সেই কমিটিতে গেলে আমার সম্মানহানি ঘটতে পারে এবং আমার কথার মূল্যায়ন ও বিবেচনা আদৌ নাও ঘটতে পারে। তাতে কমিটিতে থাকাটা নিতান্ত অহেতুক হবে।”
তিনি আরও বলেছেন, “তাই আমি সইরা আসছি। তবে আমি এই কমিটির সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আশা করি, কমিটির মাধ্যমে সত্যিই বাংলা একাডেমির একটি তাৎপর্যপূর্ণ রূপান্তর সম্ভব হবে।”
রাইসুর অভিযোগ, তার চূড়ান্ত সম্মতি ছাড়াই কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফেসবুকে তিনি লিখেছেন, “আমি প্রাথমিকভাবে রাজি ছিলাম, তবে অনুরোধ করেছিলাম চূড়ান্ত নাম ঘোষণার আগে যেন আমার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তা করা হয়নি, তাই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, ৭ জুলাই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির সংস্কারের লক্ষ্যে ১৯ সদস্যের কমিটি গঠনের তথ্য জানিয়েছিল। এই কমিটিতে বিশিষ্ট লেখক গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে সভাপতি এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।