মাথায় সাদা ব্যান্ডেজ। দেহে শক্তিহীন এক যুনক ফুটপথ ধরে হেটে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে একটি মাইক্রো এসে যুবকটির গা ঘেসে যেতে গিয়ে ধাক্কায় সে পড়ে যায়। উপস্থিত জনতা ও পাশে থাকা পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায়। আহত যুবককে রিকশায় হাতপাতালে নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ মেয়েটিকে বলে
-- আপনিও তো ক্লিনিকে ভর্তি ছিলেন। ছাড়া পেয়ে নিজে কেন গাড়ি চালাচ্ছেন। নাইমা বলে
--- ড্রাইভার ক্লিনিকের সামনে গাড়ি রেখে ওর মার নাকি ভিষণ অসুখ তাই চাবি দিয়ে চলে গেল। কয়েক দিন হলো ক্লিনিকে থেকে ঘৃণা ধরে গেছে। তাই।
-- শুনুন। রোগীর খোঁজ নিয়েছি।ও হাডপাতালে ভর্তি।
মামলা লিখতে হলো। এখনকার মতো আপনাকে ছেড়ে দিতে পারি। সুমাইয়া বলে
--- ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে।
--- আর আপনাদের একটা কাজ করতে হবে। ওই রোগীর খোঁজ নিয়ে দেখভাল করতে হবে। মনে থাকবে?
--- আচ্ছা স্যার।
--- যদি গড়িমসি হয় তাহলে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসবো।
--- জ্বী, স্যার। সুমাইয়া সাদা কাগজে সই করে বাইড়ে বেড়িয়ে এলো পেছনে নাইমা।