Posts

গল্প

বিষে নীল দেহ (Premium)

July 16, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

0
sold
বিষে নীল দেহ

অমল সরকার

(দ্বাদশ পর্ব)

বাড়িতে রাতে টেবিলে বসে খািচ্ছলো বাবা গফুর মিয়া মা আসমা বোন সুমাইয়া। বাবা কাজের মহিলাকে বললো
--- নাইমাকে আর দুই পিচ মাংস দে। নাইমা
--- না না আমি আর খাবোনা। মা বললো
-- খেয়ে নিয়ে ওষুধ খেয়ে নিবি। নাইমার কানে কিছুই ঢুকছেনা ভাবছে সকালে হাসপাতালে গিয়ে আহত রুগীটিকে দেখে তার খরচ দিয়ে আসতে হবে। নাইমার যৌনতা সম্পর্কে বাবা গফুর মিয়া জানতে চায়
--- নাইমা কি ভাবছিস বলতো আমাকে? নাইমা দেখলো বাবাকে বলা ঠিক হবেনা। সুমাইয়াকে ঈশায় কিছু বলতে না বোঝালো। নাইমস বললো
--- কই না তো বাবা। আমার আর কোন সমস্যা নাই। মা আসমা বললো
--- তুই বললেই হোল অনেক দিন ধরে খেয়াল করছি তুই আমাদের থেকে কি যেন লুকিয়ে চলছিস। খাওয়া শেষ নাইমা উঠে ব্যাশিনে হাত ধুতে আসে পেছনে গফুর মিয়া হাত ধোয় আর নাইমাকে বলে
--- নাইমা শোন, আমি তোর বাবা। তোর মনের যে কোন বিষয়ে আমার সাথে শেয়ার করতে পারিস।
--- ঠিক আছে বাবা। যখন প্রবলেম হয় তখন জানাবো। তাছাড়া শুধু শুধু তোমার টেনশন বাড়াবো কেন?
মা বা যতোই প্রীড়াপিড়ি করুক নাইমার মন থেকে শাওমকে
মুছে ফেলতে পারবেনা। কারন নাইমা শাওন কো সত্যি ভালবাসে




This is a premium post.

Comments

    Please login to post comment. Login