Posts

গল্প

কথা বলা কুকুর বিক্রি হবে

July 16, 2025

Furkan Hasan

85
View

😄 গল্প: কথা বলা কুকুর বিক্রি হবে

একজন মানুষ এক বাড়ির সামনে একটা সাইনবোর্ড দেখল:
"কথা বলা কুকুর বিক্রি হচ্ছে – মাত্র ১০ ডলার!"

সে দরজায় কল দিল। বাড়ির মালিক বলল,
"কুকুরটা পিছনের উঠানে আছে।"

লোকটা উঠানে গিয়ে কুকুরটাকে জিজ্ঞেস করল,
"তুমি কি কথা বলতে পারো?"

কুকুরটা বলল,
"হ্যাঁ, পারি।"

লোকটা তো অবাক!
সে বলল, "তোমার গল্প বলো তো!"

কুকুরটা বলল,
"আমি ছোটবেলা থেকেই কথা বলতে পারতাম। পরে CIA (গোয়েন্দা সংস্থা)-তে কাজ নিয়েছিলাম। আমি গোপন মিটিংয়ে বসতাম, কেউ ভাবত না আমি কিছু শুনতে পারি! আমি অনেক মিশনে কাজ করেছি। এখন আমি অবসর নিয়েছি।"

লোকটা বিস্ময়ে অভিভূত হয়ে বাড়ির মালিককে জিজ্ঞেস করল,
"আপনি এত অসাধারণ একটা কুকুর মাত্র ১০ ডলারে বিক্রি করছেন কেন?"

বাড়ির মালিক বলল,
"ও একটা মিথ্যাবাদী! এসব কিছুই করেনি!"😄😀😃
 

Comments

    Please login to post comment. Login

  • Tazim Parvez 4 months ago

    অনেক ভালো হইয়েছে