অন্তরর্দৃষ্টি
অমল সরকার
১
আমরা এই মানুষ প্রাণীরা দিন দিন কেমন যেন যান্ত্রিকতাবাদ কে গ্রহণকরে সময়ের সাথে পাল্লা দিয়ে ঘোর দৌড়ে দৌড়াচ্ছি।
উদ্দেশ্য একটাই সুখ সমৃদ্ধি উন্নয়ন ও শান্তি।
আসলে যেভাবে চলছি এ থেকে পিছপা হওয়ারও উপায় নাই। তাই বাধ্য হয়ে ভোর হতে গভীর রাত পর্যন্ত যন্ত্রের মতো চলছি।
এই চলায় মানষিক তৃপ্তি যতো টুকু চাহিদা মেটানোর ফুসরতই বেশি। এই একটি লক্ষ্যকে প্রাধান্য দিতে গিয়ে ক্রমে ক্রমে মিইয়ে যাচ্ছে অনেক কিছু যা আর ফিরে আসে না।
ভুলে যাই আমি এক জন মানুষ। পৃথিবীর অন্য প্রাণীর চেয়ে সম্পুর্ন আলাদা যার পরিচয় ও কার্যাবলী। এক জন মানুষের বোধগম্যতায় চালিত হয়ে থাকে। যা অন্য প্রাণীর পক্ষে সম্ভব নয়।
প্রাণী কুল তাদের শারীরিক গঠনের কারনে সে চালিত হয়।
মানুষ তার মাথায় বুদ্ধি জন্মায় এবং সেই বুদ্ধি দ্বারা নিজে চালিত হন, অন্যকেও চালনা করতে পারেন। এতেই মানুষ আর অন্য প্রাণীর পার্থক্য।
এখন দেখা যায় বিশ্বের যতো প্রজাতির প্রাণী আছে, তারা প্রকৃতিগতভাবেই নিজস্ব নিয়মেই চালিত হচ্ছেন।
মানুষ সব বুঝেও যেন দিনদিন অতিবুদ্ধি খাটাতে গিয়ে নিজেই অন্য প্রাণীর মতো হয়ে পড়ছেন -- চলবে