বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন কেলেঙ্কারি এবং দুর্নীতি নিয়ে লেখা 'কেলেঙ্কারির অর্থনীতি' নামের একটি বইয়ের প্রকাশনা উৎসব এই সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রকাশনা সংস্থা ইউপিএল ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে।
১৯ জুলাই, শনিবার, সকাল ১০টা ৩০মিনিটে ইউপিএল এর প্রধান কার্যালয় ৭৪/বি/১, গ্রিন রোডে এই প্রকাশনা উৎসবটি অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শারমিন্দ নীলোর্মী। এটি সঞ্চালনা করবেন গ্লোবাল সেন্টার ফর ইনোভেশেন এন্ড লার্নিং এর উপদেষ্টা রাদিয়া তামিম।
‘কেলেঙ্কারির অর্থনীতি’ বইটি লিখেছেন শওকত হোসেন মাসুম। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কাজ করছেন। বইটিতে বাংলাদেশের কয়েক দশকের ইতিহাস অর্থনীতির ভাষায় তুলে ধরেছেন তিনি।