Posts

পোস্ট

ছোট্ট জীবন

July 17, 2025

Rezwana Roji

167
View

জীবনটা ভীষণ নরম কোমল কখন যে ভেঙে যাবে কেউ জানে না, সময়ের ঘড়িটা কখন যে হঠাৎ থমকে দাঁড়াবে সেটাও কেউ জানে না, 
ভীষণ অনিশ্চিত !
কখন কিভাবে বদলে যাবে সেটাও কেউ জানে না,
যাদের ভালবাসো, যাদের নিয়ে স্বপ্ন দেখো ,যাদের জন্য বাঁচো কোন নিশ্চয়তা নেই যে আগামীকাল তারা তোমার পাশে থাকবে,
তাই যে দিনটি তোমার হাতে আছে সেই দিনটিকেই ভালোবাসো, ভালোবাসার মানুষের ভালোবাসা উপলব্ধি করো, ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরো, ভালোবাসার মানুষটির কথা শোনো, ছোট ছোট মুহূর্ত গুলোকে ভালোবাসার মানুষের সাথে উদযাপন কর, 
আগামীকালের জন্য অপেক্ষা করো না,,,,,,,,

জীবনটা অনেক ছোট,,,

Comments

    Please login to post comment. Login