জীবনটা ভীষণ নরম কোমল কখন যে ভেঙে যাবে কেউ জানে না, সময়ের ঘড়িটা কখন যে হঠাৎ থমকে দাঁড়াবে সেটাও কেউ জানে না,
ভীষণ অনিশ্চিত !
কখন কিভাবে বদলে যাবে সেটাও কেউ জানে না,
যাদের ভালবাসো, যাদের নিয়ে স্বপ্ন দেখো ,যাদের জন্য বাঁচো কোন নিশ্চয়তা নেই যে আগামীকাল তারা তোমার পাশে থাকবে,
তাই যে দিনটি তোমার হাতে আছে সেই দিনটিকেই ভালোবাসো, ভালোবাসার মানুষের ভালোবাসা উপলব্ধি করো, ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরো, ভালোবাসার মানুষটির কথা শোনো, ছোট ছোট মুহূর্ত গুলোকে ভালোবাসার মানুষের সাথে উদযাপন কর,
আগামীকালের জন্য অপেক্ষা করো না,,,,,,,,
জীবনটা অনেক ছোট,,,