Posts

নিউজ

তুরস্কের বুরসায় বিড়াল লাইব্রেরি

July 17, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
142
View

আপনি যদি একইসাথে বই এবং বিড়ালপ্রেমী হয়ে থাকেন, তাহলে বুরসার বিড়াল লাইব্রেরি আপনার জন্য আদর্শ একটি স্থান। বুরসা তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বড় শহর। এখানকার ঐতিহাসিক লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি রয়েছে সুন্দর সুন্দর সব বিড়াল ছানা। বই পড়তে পড়তে একঘেঁয়েমি লাগলে কিছুক্ষণের বিরতি নিয়ে বিড়ালগুলোর সঙ্গে সুন্দর সময় কাটানো যায়। 

কেদিলি তেককে (বিড়াল লজ) নামে পরিচিত বাড়িটি বর্তমানে লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রাচীনকালে এটি সুফিদের বাসস্থান ছিল। উসমানী শাসনামলে অর্থাৎ ষোড়শ শতাব্দীতে এটি নির্মিত হয়েছিল। শেখ আহমেদ এফেন্দি বাড়িটি তৈরি করেছিলেন। তিনি আশেপাশের বিড়ালদের নিয়মিত খাওয়াতেন।

বর্তমানে লাইব্রেরিতে থাকা বিড়ালগুলো দেখাশুনা করে থাকে ওসমান গাজী পৌরসভার স্ট্রে অ্যানিমেলস সেন্টার। 

সূত্র: আনাদোলু এজেন্সি

Comments

    Please login to post comment. Login